Know More About Our Admission

Admission

Commitment and Document Requirements

⚠️ শিক্ষার্থীর নাম অবশ্যই এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী হতে হবে।

ভর্তির সময় অবশ্যই নিম্নোক্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে:

  • এসএসসি (সাধারণ) / এসএসসি (ভোকেশনাল) / দাখিল / সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট / নম্বরপত্রের সত্যায়িত কপি।
  • পৌরসভার / সিটি / ইউনিয়ন পরিষদ কর্তৃক অভিভাবকের মাসিক আয়ের সনদ।
  • পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত ছবি এবং অভিভাবকের ১ (এক) কপি ছবি।
  • ছাত্র/ছাত্রীর জন্মনিবন্ধনের ১ (এক) কপি ফটোকপি ও পিত এবং মাতার এনআইডি ফটোকপি।
  • উপজাতি/মুক্তিযোদ্ধার সনদ পত্রের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার পোষ্য প্রমানের সনদ।
  • শিক্ষার্থী জন্মনিবন্ধনের সনদের অথবা এনআইডি ফটোকপি

আবেদনকারীর অঙ্গীকারনামা:

আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, ভর্তি হওয়ার সুযোগ পেলে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিধি মোতাবেক ৪ (চার) বছরের জন্য এসএসসি পাশের মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র জমাদান পূর্বক অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যাবতীয় আইনকানুন মেনে চলবো এবং কোনো অবস্থাতেই অত্র শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং দেশের আইন এর পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবো না।

Application Form

Student Information

Guardian Information

Contact and Address

Academic Background

Technology Choice

Additional Information