Know More About Our Admission
Admission
- Admission Requirements
- Apply For Admission
Commitment and Document Requirements
⚠️ শিক্ষার্থীর নাম অবশ্যই এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী হতে হবে।
ভর্তির সময় অবশ্যই নিম্নোক্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে:
- এসএসসি (সাধারণ) / এসএসসি (ভোকেশনাল) / দাখিল / সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট / নম্বরপত্রের সত্যায়িত কপি।
- পৌরসভার / সিটি / ইউনিয়ন পরিষদ কর্তৃক অভিভাবকের মাসিক আয়ের সনদ।
- পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত ছবি এবং অভিভাবকের ১ (এক) কপি ছবি।
- ছাত্র/ছাত্রীর জন্মনিবন্ধনের ১ (এক) কপি ফটোকপি ও পিত এবং মাতার এনআইডি ফটোকপি।
- উপজাতি/মুক্তিযোদ্ধার সনদ পত্রের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার পোষ্য প্রমানের সনদ।
- শিক্ষার্থী জন্মনিবন্ধনের সনদের অথবা এনআইডি ফটোকপি
আবেদনকারীর অঙ্গীকারনামা:
আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, ভর্তি হওয়ার সুযোগ পেলে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিধি মোতাবেক ৪ (চার) বছরের জন্য এসএসসি পাশের মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র জমাদান পূর্বক অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যাবতীয় আইনকানুন মেনে চলবো এবং কোনো অবস্থাতেই অত্র শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং দেশের আইন এর পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবো না।